আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। গ্রুপে এই ভার্সন এবং এর বাগ নিয়ে অনেক রকম পোস্ট দেখা যাচ্ছে। আমি আজকে এই ??? এর উত্তর দিতে যাচ্ছি। জানার ইচ্ছে থাকলে পুরোটা পড়বেন।
ওয়াল্টন প্রিমো আর এম ২ আসলে দুই রকমের রয়েছে। জুনে একবার আনা হয়েছিল এবং চাহিদা মোতাবেক অক্টবার এও আনা হয়েছে। যেটা আপনি জুন ও সেপ্টেম্বর এর মাঝে কিনেছেন সেটা V3 - V4 ভার্সন এর এবং অক্টোবর এ যেটা কিনেছেন সেটা V6 এর।
জুনের পর যারা কিনেছেন (V3) তাদের কয়েকদিন পর এই ওটিএ এর মাধ্যমে বাগ ফিক্সের এবং স্মার্ট কিছু আপডেট এসেছে (V4) যেটার মধ্যেও তুলনামূলক অনেক বাগ ছিল। তাই গত পরশুদিন এই সব বাগ ফিক্স করে ওটিএ এর মাধ্যমে V5 আপডেট এসেছে। এবং এটিই ধারণা করা যাচ্ছে শেষ আপডেট।
আর যারা অক্টোবর এ (দ্বিতীয় লোট) ফোন ক্রয় করেছেন তাদের ফোনে ০৯/০৯/১৫ এর V6 ভার্সন টি দেয়া হয়েছে। যেটার মধ্যেও লক স্ক্রিন এবং নোটিফিকেশন বার এ বাগ ছিল। ওয়াল্টন এই বাগ দুটি তাদের ২৪/০৯/১৫ এর ভার্সনে ফিক্স করেছে কিন্তু এটি ওটিএ এর মাধ্যমে কোন আপডেট আসে নি তাই সবাইকে কাস্টমারস কেয়ার হতে আপডেট করে আনার জন্য বলছি।
ওয়াল্টন তাদের ওয়াল্টন ফোরাম এ V4 এর আপডেট (ফার্মওয়্যার সহ) টি দিয়েছে, এটা শুধু মাত্র অক্টোবর এর আগে অর্থাৎ V3,V4,V5 ব্যবহারকারী দের জন্য। অক্টোবর এর পরের ফোন (V6) গুলোতে এটি ফ্ল্যাশ দিলে ফোন এর পিছনের ক্যামেরা চলে যায়, যার পরিণতি মোটেও ভাল হয় না। আর ২-১ দিনের মধ্যে আমি ওয়াল্টন ফোরাম এ ২৪/০৯ এর বাগ ফিক্স ভার্সন টি আপলোড করব।
আর যারা V3/V4/V5 হতে V6 এ রুপান্তর করার চেষ্টা করছেন তাদেরকে বলছি এটা না করতে, এতে অনেক কিছুই উলটা পালটা হতে পারে। তাছাড়া V5 এই আপনাদের অনেক বাগ ফিক্স হয়েছে।
পুরোটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ,
আরিফ।
আরিফ।
No comments:
Post a Comment