Wednesday, May 25, 2016

Walton Primo RM2 V6 Stock Rom With Full Tutorial

বিসমিল্লাহি রহমানির রহিম
আজকে TWRP,Root,স্টক রম নিয়া আলোচনা করবো শুধুমাত্র Walton Primo RM2 মোবাইল নিয়া

রম ডাউনলোডের আগে নতুন পুরনো সকলের জন্য রুট প্রক্রিয়াটা আরও একবার বর্ণনা করছি



Root Process:
১) KingRoot.apk  এখান থেকে ডাউনলোড করে নিন
২) ডাউনলোডের পর KingrootApk ইন্সটল করে ওপেন করুন।
৩) ইন্টারনেট কানেকশন অন রেখে Root লেখা সবুজ জায়গায় ক্লিক করুন। কিছু সময় অপেক্ষার পর রুট সাকসেসফুল লেখা আসলে বুঝবেন আপনার ফোন রুট হয়ে গিয়েছে।

তাও যদি আপনাদের ব্যঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখুন স্ক্রিন সট সহ

TWRP Installation:
১) প্লে-স্টোর থেকে Tool Hero ( Mobile Uncle Tool Latest Version ) টি ডাউনলোড করে ইন্সটল করুন।
২) TWRP Recovery এখান থেকে ডাউনলোড করুন
৩) ডাউনলোডকৃত ফাইলটি আপনার SD Card এর ওপেন প্লেস (কোন ফোল্ডারের ভিতর রাখা যাবে না) রাখুন।
৪) Tool Hero ওপেন করে রুট এক্সেস দিন।
৫) এরপর Recovery থেকে recovery.img সিলেক্ট করে ওকে দিন, কয়েক সেকেন্ডের মধ্যে রিকভারি ফ্ল্যাশ হয়ে যাবে।

তাও যদি আপনাদের ব্যঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখুন স্ক্রিন সট সহ


এইবার আসুন  RM2 V6 স্টক রম ফ্ল্যাশ-

RM2 V6  Stock ROM: (Flash-able)

১) প্রথমে রমটি ডাউনলোড করুন- এই খানে ক্লিক করুন এবং তা SD Card এ রাখুন।
২) TWRP Recovery তে যান।
• Wipe data
• Advance option থেকে আপনি যা যা রিসেট করবেন তা সিলেক্ট করুন। তারপর সেইগুলো রিসেট করুন।
• Install form zip
• Select RM2 Stock Rom V06 (PrimoRM2.ML).zip then Flash it.
• Reboot Phone. Done.


{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
সম্পুর্ন প্রসেসটি নাইম ভাই এর পোস্ট থেকে নেওয়া
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন )


No comments:

Post a Comment